ছওয়াবের উদ্যোগে UNIW এর ৩৯তম কাউন্সিল মিটিং এ আগত বিদেশি মেহমানদের সম্মানে ওয়েলকাম ডিনার আয়োজন করা হয়েছে।
৪ই জুলাই ২০২৫ শুক্রবার ছওয়াবের উদ্যোগে হোটেল বেঙ্গল ব্লবেরি, গুলশান-২, ঢাকাতে UNIW এর ৩৯তম কাউন্সিল মিটিং এ আগত বিদেশি মেহমানদের সম্মানে ওয়েলকাম ডিনারের আয়োজন করা হয়। এ ডিনারে বিশ্বের ১১ টি দেশের ২৫জন অতিথি উপস্থিত ছিলেন। ছওয়াবের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্ক সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রফেসর ড. হালিস ইউনুস এসরোজ এবং সম্মাণিত অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন UNIW এর জেনারেল সেক্রেটারী আয়ুব আকবাল।
প্রধান অতিথির বক্তেব্যে প্রফেসর ড. হালিস ইউনুস এসরোজ মনোরম পরিবেশে এ সুন্দর আয়োজন করার জন্য ছওয়াবকে ধন্যবাদ জানান এবং আগামী কালের কালের ৩৯তম কাউন্সিল মিটিং সফল হওয়ার জন্য আল্লাহর সাহায্য কামনা করেন। এ অণূষ্ঠানের সভাপতি এস এম রাশেদুজ্জামান বক্তব্যের শুরুতে দেশি-বিদেশি উপস্থিত সকল মেহমানদের ধন্যবাদ জানান। তিনি এ রকম একটি আয়োজন করতে পেরে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন। সেই সাথে ৩৯তম কাউন্সিল মিটিং ও আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন ২০২৫ এর সাথে সংশ্লিষ্ট সকলকে আগামী কালকের সম্মেলন সফল করার জন্য সর্বাত্মক ভূমিকা রাখার আহবান জানান।
আরো উপস্থিত ছিলেন ছওয়াবের ডিরেক্টর জনাব মোহাম্মদ আফতাবুজ্জামান, জেনারেল ম্যানেজার জনাব লোকমান হোসাইন তালুকদার, ম্যানেজার শেখ মহিত মোস্তফা, মো: খোরশেদ আলম, ডেপুটি ম্যানেজার সিরাজুল ইসলাম, আবু সাঈদ মোল্লা এবং সিনিয়র অফিসার বোরহান উদ্দিন প্রমুখ।
মন্তব্য করুন