মানবিক ও সেবামূলক প্রতিষ্ঠান দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি–এর উদ্যোগে জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলায় ২৫০টি অসহায়, দরিদ্র ও প্রান্তিক পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে। বুধবার (২ জুলাই) সকালে বকশিগঞ্জ সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট মাঠে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা কার্যক্রম সম্পন্ন হয়।
প্রত্যেক পরিবারকে প্রায় ৫০ কেজি ওজনের একটি করে ফুড প্যাকেট প্রদান করা হয়, যাতে চাল, ডাল, আলু, তেল, লবণ, মসলাসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী অন্তর্ভুক্ত ছিল। আয়োজকদের মতে, এসব খাদ্যসামগ্রী একটি পরিবারের প্রায় দুই মাসের প্রয়োজন মেটাতে সক্ষম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশিগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা। সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন দোস্ত এইডের আইটি ম্যানেজার সম্রাট বাবর, পাবলিক রিলেশন অফিসার মুজাহিদুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ শওকত মিয়া, সাদ্দাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাসুদ রানা বলেন, “এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। দোস্ত এইড শুধু একটি সহায়তাকারী প্রতিষ্ঠান নয়, বরং এটি নিঃস্বার্থভাবে সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে একটি মহৎ কাজ করে যাচ্ছে। এই মহৎ কাজগুলো নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমরা এই সংস্থার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। ”
সভাপতির বক্তব্যে কহিনুর আলম চৌধুরী বলেন, “দোস্ত এইড বিশ্বাস করে—মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সর্বোচ্চ প্রকাশ। দেশের প্রত্যন্ত অঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে আমরা কাজ করছি। খাদ্য সহায়তা ছাড়াও শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকাভিত্তিক বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের কার্যক্রম আরও বিস্তৃত হবে।”
তিনি আরও যোগ করেন, “এই সপ্তাহের শুরুতেই, ৩০ জুন জামালপুর জেলার মেলান্দহ উপজেলায়ও আমরা একইভাবে ২৫০টি অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করেছি। ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন অঞ্চলে এই সহায়তা পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগী পরিবারের সদস্যরা দোস্ত এইডের এ মহৎ উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক বৃদ্ধা উপকারভোগী বলেন, “এই সহায়তা আমার দুই মাসের চিন্তা দূর করে দিয়েছে। আল্লাহ দোস্ত এইডকে আরও বড় করে দিক।”
উল্লেখ্য, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে দুর্যোগ মোকাবিলা, পানি ও স্যানিটেশন, খাদ্য সংকট নিরসন, শিক্ষাবৃত্তি, শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা এবং আত্মকর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ খাতে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করে এ সংগঠনটি বর্তমানে একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
মন্তব্য করুন