নীলফামারীতে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এ শিরোপা জিতে নিয়েছে নীলফামারী পৌরসভা ফুটবল দল।
সোমবার (৩০ জুন) বিকেলে নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ১-০ গোলে সৈয়দপুর উপজেলা ফুটবল দলকে পরাজিত করে। উত্তেজনাপূর্ণ ম্যাচে দ্বিতীয়ার্ধের ৩৫ মিনিটে একমাত্র ও জয়সূচক গোলটি করেন দিপক রায়।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক জ্যোতি বিকাশ চন্দ্র। সঞ্চালনায় ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম।
এসময় আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোহসিন, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, নীলফামারী পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারী এবং ব্লিং লেদার প্রোডাক্টস-এর মহাব্যবস্থাপক খালিদ আহসান।
টুর্নামেন্টে আটটি গোল করে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের দিপক রায়। সেরা খেলোয়াড় হন আল আমিন এবং ম্যাচসেরা নির্বাচিত হন সুমন রায়।
দীর্ঘদিন পর নীলফামারীর মাঠে এমন প্রাণবন্ত আয়োজন দেখে খুশি দর্শক, খেলোয়াড় ও আয়োজকরাও।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করতে এবং ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও জানান, আগামী ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ‘টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট’-এর আয়োজন করা হবে এবং ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে ৫ আগস্ট।
আয়োজক জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, “তারুণ্যের উৎসব ২০২৫” এর অংশ হিসেবে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। তিনি জানান, চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও ৫০ হাজার টাকার প্রাইজমানি এবং রানার আপ দলকে ট্রফি ও ৩০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে।
ব্লিং লেদার প্রোডাক্টস-এর মহাব্যবস্থাপক খালিদ আহসান বলেন, “জেলার মানুষকে একত্রিত করেছে এই আয়োজন। এমন সৃজনশীল উদ্যোগে অংশ নিতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও পাশে থাকার চেষ্টা করবো।”
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টে সহযোগিতা করে অঙ্কুর সীড অ্যান্ড হিমাগার, ব্লিং লেদার প্রোডাক্টস এবং সেলিম ফাউন্ডেশন।
উল্লেখ্য, গত ২০ জুন শুরু হওয়া এই টুর্নামেন্টে জেলার ছয়টি উপজেলা ছাড়াও নীলফামারী ও সৈয়দপুর পৌরসভার দল অংশ নেয়।
চাঁদেরহাটের ‘অঙ্কুর সীড অ্যান্ড হিমাগার’ এবং রংপুরের তারাগঞ্জে অবস্থিত ‘ব্লিং লেদার প্রোডাক্টস’-এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ সেলিম ২০২৩ সালে মারা যান। তাঁর স্মরণে নিউইয়র্ক প্রবাসী ছোট ভাই হাসানুজ্জামান হাসান গড়ে তুলেছেন ‘সেলিম ফাউন্ডেশন’—বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রভিত্তিক এই সামাজিক সংগঠনও টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় যুক্ত ছিল।
মন্তব্য করুন