নীলফামারীর ডিমলায় ডিসট্রেসড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন(আরএসসি) এর যৌথ আয়োজনে সুবিধা বঞ্চিত চক্ষু রোগিদের জন্য ১ দিন ব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন করবেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সাংসদ আলহাজ্ব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
আগামী ২৮ জুন (শনিবার) ডিমলা সরকারী হাসপাতাল সংলগ্ন ডিমলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট (বিএমআই) কলেজে সকাল ৯:০০ টা থেকে চোখের ফ্রি চিকিৎসা, ওষুধ ও চশমা বিতরণ চলমান থাকবে। এই ক্যাম্পে রোগীদের সেবাদান করবেন সৈয়দপুর মরিয়ম চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকগণ।
এ বিষয়ে ডিমলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান বলেন, আগামী ২৮ শে জুন শনিবার আমাদের বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের সবার প্রিয় মাটি ও মানুষের নেতা সাবেক সাংসদ নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের জনপ্রিয় রাজনৈতিক নেতা আলহাজ্ব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাই বিনামূল্য চক্ষু ক্যাম্পের শুভ উদ্বোধন করবেন, বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখবেন। যাদের চশমা দরকার তাদের বিনামূল্য চশমা ও ওষুধ প্রদান করা হবে।
তিনি আরও বলেন, ডিমলা বাসির কাছে অনুরোধ থাকবে ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে গরিব মানুষজন যেন বিনামূল্য চক্ষু ক্যাম্পের এই সংবাদটা পায়। বিশেষ করে যারা অসহায় গরীব মানুষ টাকা পয়সার অভাবে চোখের চিকিৎসা করতে পারতেছেন না এই গরিব অসহায় মানুষের উদ্দেশ্যে আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের উদ্যোগে বিনামূল্য চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
মন্তব্য করুন