নীলফামারীতে ২৬শে জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
২৬শে জুন ২০২৫ সকাল ১০.৩০ মিনিটে নীলফামারী জেলা প্রশাসন কার্যালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসন কার্যালয়ের প্রাঙ্গনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ে এসে শেষ হয়ে সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। ঘন্টাব্যাপী আলোচনা সভা শেষে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আবদুস সামাদ শিকদার। স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন। এ-সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহসিন, জেলা প্রবেশন অফিসার মো ফরহাদ হোসেন, জেলা তথ্য অফিসার মোঃ বায়েজীদ হোসেন, নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আক্তার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বোরহান আহমেদ, দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুল মোমিন সহ আরো অনেকে।
অতিথিবৃন্দ বক্তব্যে বলেন, প্রতি বছর ২৬শে জুন বিশ্বজুড়ে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে দিবসটি পালিত হয়। মাদক হলো সামাজিক ব্যাধি। এই সামাজিক ব্যাধি থেকে আমাদের মুক্ত হতে হবে। মাদক আমাদের ভাই-বোন, ছেলে-মেয়ে সবাই ইনভল্ভ হয়ে গেছে। বর্তমানে কিশোর ও শিশুদের মধ্যেও মাদক সেবনের প্রবণতা বেড়েছে। মাদক থেকে কীভাবে আমরা মুক্ত হতে পারি, এ সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে।
মন্তব্য করুন