ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের ৯নং ওয়ার্ড শালহাটি (মহন্তপাড়া) গ্রামের সুশীল অধিকারীর কন্যা শিলা রানী (২০) এর সাথে পার্শ্ববর্তী ওয়ার্ডের সোনামনির ডাঙ্গা নিজপাড়া গ্রামের রাজমিস্ত্রি প্রশান্ত চন্দ্র’র গত বছর বিবাহ হয়। বিবাহের পর থেকে ভালোভাবেই সংসার জিবন পাড়ি দিচ্ছিল দুজনে। শিলা সন্তান সম্ভবা,তার গর্ভে ৯ মাসের একটি সন্তান কিন্তু সবার অগোচরে কখনযে গলায় ওড়না পেচিয়ে ফাস নিয়েছিল তা কেউ জানেনা। ১৭ জুন (মঙ্গলবার) সকালে নিজ ঘর থেকে শিলার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, আত্মহত্যার বিষয়টি রহস্যজনক। অপরদিকে জানা যায়, একই দিনে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের দোহলপাড়া কামারের ডাঙ্গা গ্রামের বাচ্চা মিয়ার পুত্র নূরন্নবী ইসলাম (১৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবার সূত্রে জানা যায়, নুরুন্নবী প্রতিদিন গভীর রাতে বাড়ি আশায় মা শেফালী বেগম ছেলেকে গালিগালাজ করার কারণে রাতে নরন্নবী ভাতের প্লেটে লাথি দিয়ে বাড়ির বাহিরে চলে যায় পরের দিন সকালে বাড়ির পাশে আম গাছে ঐ কিশোরের ঝুলন্ত লাশ পাওয়া যায়। এলাকাবাসী থানায় সংবাদ দিলে নুরুন্নবী ও শিলা রানীর পৃথক দুটি লাশ ডিমলা থানার এসআই সাজু মিয়া ও এসআই পংকজ চন্দ্র বর্মন প্রাথমিক সুরুতহাল শেষে লাশ থানায় নিয়ে আসে। এই বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলে এলাহী গণমাধ্যম কর্মীকে বলেন, গৃহবধূ ও কিশোরের পৃথক দুইটি ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে থানায় পৃথক দুইটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
মামলা নং ৩১/২৫ ও ৩২/২৫ তারিখ- ১৭জুন/২৫। আগামীকাল সকালে ময়না তদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানো হবে।
মন্তব্য করুন