আলমডাঙ্গায় যুব ফোরাম কতৃক ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
যুব ফোরাম কর্তৃক চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় কিছু অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য ঈদ উপহার অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব ফোরাম খুলনা বিভাগের সভাপতি মোঃ আসাদুজ্জামান লিমন এর নেতৃত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুঃ মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান মহাবুল ও যুব ফোরামের উপদেষ্টা মোঃ আজিজুর রহমান। এছাড়াও যুব ফোরামের সদস্যবৃন্দ উক্ত অনুষ্ঠানে ঈদ উপহার দেওয়ার পাশাপাশি যুব ফোরাম কর্তৃক কিছু মানুষের বাড়িতে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়। যুব ফোরাম এর সভাপতি আসাদুজ্জামান লিমন বলেন, আলহামদুলিল্লাহ ঈদ উপহার দেয়ার মাঝে অনেক আনন্দ সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্যই আজকের এই আয়োজন সুন্দর কাটুক সকলের ঈদ। সবাইকে ঈদ মোবারক।
মন্তব্য করুন