দিনাজপুর জেলার খানসামা উপজেলায় আর্ন এন্ড লিভ ১০০ পরিবারকে কোরবানির মাংস বিতরন করেছে।
কুরবানীর গোস্ত পেয়ে বিলকিস বেগম বলেন” কত দিন গরুর গোশত খাইনা জানি না, গরুর গোশতের স্বাদ ভুলে গেছি! আজ গরুর গোশত পেয়ে খুব খুশি হয়েছি! বাড়িতে যাইয়া ছেলে মেয়ে স্বামী সহ রান্না করে খাবো। আজ আমাগো আনন্দের দিন।
এরকম হাজারো সামর্থ্যহীন পরিবার আছে যারা একটিমাত্র ঈদে কয়েক টুকরা গোস্তের অপেক্ষায় থাকে৷ স্বল্প আয়ের এই মানুষগুলোর জন্য দিনাজপুর জেলার খানসামা উপজেলা নদী পাড়া প্রত্যন্ত অঞ্চল এলাকায় একটি গরু কোরবানি করে আর্ন এন্ড লিভ৷
ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আর্ন এন্ড লিভের পক্ষ থেকে গোস্ত চলে যায় অসহায় ও দুস্থ মানুষের বাড়িতে।
অসহায় মানুষের দোরগোড়ায় কুরবানির মাংস পৌছে দেয়ার লক্ষ্যে এবছরও সারাদেশে গরু/ছাগল কুরবানি করা হয়েছে। আর্ন এন্ড লিভ এ বছর ৮টি গরু ও ৬৪ ছাগল কুরবানি দিয়েছে।
মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে সম্মানিত দাতাদের পক্ষ থেকে কুরবানি করা হয়েছে।
মন্তব্য করুন