নীলফামারীতে গত তিন দিন ধরে প্রচন্ড তাপপ্রবাহ বইছে। পবিত্র ঈদ উল আযহার দিন থেকে শুরু করে এ তাপদাহে কারণে নীলফামারীতে জনজীবন অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। লোকজন দিনের বেলা রাস্তাঘাটে চলাচল কমিয়ে দিয়েছে। জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে অত্যধিক গরমে গত কয়েকদিনে জেলায় খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষজন পড়েছেন চরম বিপাকে। প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছেন না। জেলা সদরের এক রিকশা চালক জানান, ঈদে হইলো আসল কামাই। সগাই ঈদত আসছে ঘুরবার। কিন্তু রিকশা চালায় কঠিন হয়ে পড়ছে। পেটের দায়ে কয়টা টেকা কামাই করবার গিয়ে গরম সহ্য করছি।
এ অবস্থায় আগামী যে কদিন ভ্যাপসা গরম প্রবাহিত হবে এতে মানুষজনের ভোগান্তির শেষ থাকবে না বলে সংশ্লিষ্টরা মনে করেন।
মন্তব্য করুন