যুব ফোরাম এর উদ্যোগে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ পালন করা হয়েছে।
৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গাতে যুব ফোরাম এর আয়োজনে বৃক্ষরোপণ, মানববন্ধন, সচেতনতমুলক ক্যাম্পেইন ও বিনামূল্যে বৃক্ষ বিতরণ করা হয়েছে। আলমডাঙ্গা উপজেলার উপজেলা চত্বরে সকাল ১১ টায় যুব ফোরাম এর সভাপতি মোঃ আসাদুজ্জামান লিমন এর নেতৃত্বে মানববন্ধন, বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ মেহেদী ইসলাম,যুব ফোরামের উপদেষ্টা মোঃ আজিজুর রহমান, যুব ফোরাম এর সভাপতি মোঃ আসাদুজ্জামান লিমন ও যুব ফোরাম এর সকল সদস্যবৃন্দ।
এ সময় উপজেলা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং রোপনকৃত বৃক্ষ পরিচর্চার জন্য অস্থায়ী টিম করে দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার কে সাথে নিয়ে একটা র্যালি অনুষ্ঠিত হয় শহরের প্রধান সড়কে এবং বিনামূল্যে পথচারীদের মধ্যে বৃক্ষ বিতরণ করা হয়। এ সময় যুব ফোরামের সভাপতি মোঃ আসাদুজ্জামান লিমন বলেন, আমার নেতৃত্বে খুলনা বিভাগের ১০ টি জেলায় একই সাথে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।
মন্তব্য করুন