আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে সারাদেশে ২০২৪/২৫ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য ১০ কেজি চাউল বিতরণ করেন ডিমলা উপজেলাধীন ২ নং বালাপাড়া ইউনিয়নে। ৪ জুন (বুধবার) সকাল থেকে তিনজনকে এক বস্তা চাউল বিতরণ করা হয়েছে। উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম গণমাধ্যম কর্মীকে বলেন, চেষ্টা করছি সবাইকে সঠিক পরিমাপের মাধ্যমে ১০ কেজি করে চাল বিতরণ করার এবং এলাকাবাসীর সহযোগিতায় সুষ্ঠুভাবে বিতরণ সম্পূর্ণ করতে পেরেছি। দায়িত্বে থাকা ট্যাগ অফিসার উপজেলা বিআরডিবি অফিসের সহকারী পল্লীউন্নয়ন কর্মকর্তা শ্রী পিযুষ রায় বলেন, এই ইউনিয়নে ভিজিএফ কর্মসূচি আওতায় ৪৮৩৩ জন হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণে কোন অনিয়ম ও হট্টগোল হয় নাই।
মন্তব্য করুন