আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে সারাদেশে ২০২৪/২৫ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য ১০ কেজি চাউল বিতরণ করেন ডিমলা উপজেলাধীন ৪ নং খগাখড়িবাড়ি ইউনিয়নে। ৩ জুন (মঙ্গলবার) সকাল থেকে তিনজনকে এক বস্তা চাউল বিতরণ করা হয়েছে। উক্ত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মাজেদুর রহমান বুলু গণমাধ্যম কর্মীকে বলেন, আমি সদ্য দায়িত্ব পেয়েছি তাই চেষ্টা করছি সবাইকে সঠিক পরিমাপের মাধ্যমে ১০ কেজি করে চাল বিতরণ করার এবং এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি যেন সুষ্ঠুভাবে বিতরণ সম্পূর্ণ করতে পারি। দায়িত্বে থাকা ট্যাগ অফিসার উপজেলা আইসিটি কর্মকর্তা নাজিমুল ইসলাম বলেন, এই ইউনিয়নে ভিজিএফ কর্মসূচি আওতায় ৩১০০ জন হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণে কোন অনিয়ম ও হট্টগোল হয় নাই। চাল বিতরণ চলা কালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম বিতরণের কার্যক্রম পরিদর্শন করেন এবং সুষ্ঠুভাবে বিতরনের জন্য চেয়ারম্যান ও ইউপি সদস্য সদস্যদের কে ধন্যবাদ জানান।
মন্তব্য করুন