ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন টুনিরহাটে এলজিইডি প্রভাতী প্রকল্পের অধীনে বাজার নির্মাণের জন্য গত ১৩ ই জুন ২০২৩ ইং কাজ শুরু হয়। ১২ই জুন ২০২৪ ইং সমাপ্ত করার লক্ষ্যে তিনটি গ্রুপে একটি প্রকল্প অনুমোদিত হয় ২০২২-২৩ অর্থবছরে। অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন বৃদ্ধির জন্য স্কিম তিনটি বরাদ্দ হয়। প্রথম গ্রুপে-২৭৭৬৯৯৩ দ্বিতীয় গ্রুপে-২৬৯৪৮৩১ এবং তৃতীয় গ্রুপে-২৬৬০৬৭৭ এত লক্ষ টাকা বরাদ্দ থাকলেও প্রথম ও দ্বিতীয় গ্রুপের ব্যাপক অনিয়ম করে আংশিক কিছু কাজ দেখিয়ে বিগত সরকারের আমলে বরাদ্দের টাকা এল সি এস সদস্যদের ফাঁকা চেকে স্বাক্ষর নিয়ে টাকা উত্তোলন করে নেয় দাযিত্বরত কর্মকর্তা। বিগত সরকার পতনের পর চলমান কাজ স্থগিত হয়ে যায়। বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার কাজটি শেষ করার জন্য পদক্ষেপ গ্রহণ করেন। গত কয়েকদিন থেকে কাজ চলমান আছে। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে (মঙ্গলবার) ৩ জুন ২০২৫ ইং দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখা যায় পুরাতন ভাঙ্গা নোংরা ও নিম্ন মানের ইট দিয়ে আরসিসি রাস্তার সলিং ১/২ ইঞ্চি ফাঁকা গ্যাপ দিয়ে কাজ করছে মিস্ত্রি বিভূতি লাল। ভাঙ্গা ও পুরাতন ইটের কাজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্যারের সাথে কথা বলেন আমাকে যে
ভাবে করতে বলেছে আমি সেভাবেই কাজ করছি। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে প্রভাতী প্রকল্পের এলসিএস মনিটরিং এন্ড লাইভলিহুড অফিসার মেহেদী ফাহাদ বিন আজাদ (সবুজ)প্রভাতী,এলজিইডি ডিমলা এর সাথে মুঠো ফোনে কথা বললে তিনি বলেন, প্রকল্পের অর্ডারে আছে পুরাতন ইট উপরে দিয়ে কাজ করা আর নতুন ইট নিচে সলিং দেওয়ার কিন্তু উপরে পুরাতন ইট দিলে দেখতে খারাপ লাগবে তাই আমি পুরাতন ভাঙ্গা ইট নিচে দিচ্ছি উপরে নতুন ইট দিলে ফিনিশিং ভালো হবে। উপজেলা প্রকৌশলী মোঃ শফিউল ইসলাম সাথে অফিসে কথা বলতে গেলে অফিসে না পেয়ে মুঠোফোনে যোগাযোগ করলে ফোনটি তিনি রিসিভ করেননি। সিডিউলে স্পষ্ট ভাবে বলা আছে ১ নং ইট/ পিকেট জামা ইট দিয়ে কাজ করার কথা থাকলেও দায়িত্বে থাকা কর্মকর্তারা অপরিস্কার ভাঙ্গা এবং ২নং ইট দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। এই বিষয়ে অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বুলু ইসলাম বলেন, কাজের বিষয়ে আমি কোন জানিনা, তবে এলাকাবাসী অনেকেই আমাকে নিম্নমানের কাজ করার অভিযোগ করতেছে।
মন্তব্য করুন