নীলফামারীর ডিমলা উপজেলায় কৃষকদের উন্নয়ন ও অংশীদারিত্বমূলক কার্যক্রম জোরদারে অনুষ্ঠিত হলো পার্টনার কংগ্রেস৷ সোমবার (২-জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিশ্ব ব্যাংক ও ইফাদের (IFAD) এর আর্থিক সহায়তায় এই কংগ্রেস অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
২০২৪-২৫ অর্থ বছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আয়োজনে দিন ব্যাপি এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শামীমা ইয়াসমিন এর উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক ড. আবু বক্কর সাইফুল ইসলাম। কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না৷
কংগ্রেসে উপজেলার ২৫টি পার্টনার ফিল্ড স্কুলের কৃষকসহ সাধারণ কৃষকরাও উপস্থিত ছিলেন। বক্তারা কৃষি ও পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টির সম্ভাবনা এবং টেকসই কৃষি উদ্যোগ বিষয়ে আলোচনা করেন। এসময় অংশগ্রহণকারী কৃষকদের মতামত, চাহিদা এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
কংগ্রেসে অংশগ্রহণকারীরা পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নতুন কৃষি প্রযুক্তি, উদ্যোক্তা উন্নয়ন ও পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতি সম্পর্কে অবহিত হন। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে কৃষকদের আরও সচেতন ও আত্মনির্ভরশীল করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা, উত্তম কৃষি চর্চা সহ পার্টনার প্রোগ্রামের আওতায় বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এছাড়াও জৈব বালাইনাশক কর্নার, গ্যাপ উৎপাদিত ফসল কর্ণার সহ গ্যাপ খামাড়ের মডেল পরিদর্শন করেন।
মন্তব্য করুন