নীলফামারীতে কালিতলা হতে চাঁদের হাট পর্যন্ত সৌন্দর্যবর্ধণ বৃক্ষরোপণ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ৩১শে মে ২০২৫ বিকাল ৪ টার সময় নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে এবং নীলফামারী পৌরসভা ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় নীলফামারী সদর উপজেলার কালিতলা ব্রীজ সংলগ্ন ও ছাইফনে সৌন্দর্যবর্ধণ বৃক্ষরোপণ এর শুভ উদ্বোধন করেন নীলফামারী জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আবদুস সামাদ শিকদার, নীলফামারী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, নীলফামারী পানি উন্নয়ন বিভাগ, বাপাউবো, নীলফামারীর নির্বাহী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, জেলা জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী শহর শাখার নায়েবে আমির মো: মুসা, সহকারী সেক্রেটারি হাফিজুল রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক প্রমুখ, নীলাঞ্জল সাংস্কৃতিক সংসদের নীলফামারী জেলার সভাপতি মো: মাজেদুল ইসলাম, সেক্রেটারি শাহিন ইসলাম, শিক্ষানবিশ আইনজীবী আব্দুস সালাম প্রমুখ।
এসময় উপস্থিত অতিথিবৃন্দ বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়, প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের নিরাপদ রাখে, আমাদের দৈনন্দিন কাজে গাছের ব্যবহার অপরিহার্য। তা ছাড়া বৃক্ষ আমাদের জলবায়ূর ভারসাম্য রক্ষায় সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এই গাছগুলো আমাদের রক্ষা করতে হবে।
মন্তব্য করুন