নীলফামারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদান করা হয়েছে।
আজ ৩১শে মে ২০২৫ সকাল ১১ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত নীলফামারী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নীলফামারী সরকারি মহিলা কলেজ ও ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীদের প্রতি দোয়া ও শুভকামনা তথ্য, ভর্তি এবং সার্বিক সহযোগিতা করা হয়। এসময় নীলফামারী সরকারি মহিলা কলেজ ও ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজে পরীক্ষাকেন্দ্র খুঁজে পেতে সহায়তা, কলম, পেনসিল, রুলার, ইত্যাদি জরুরি জিনিস সরবরাহ, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা, মানসিক সাপোর্ট ও শুভেচ্ছা বার্তা, অতিরিক্ত জিনিসপত্র মোবাইল ব্যাগ, ফাইল রাখা, অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা সহ বিভিন্ন সেবা দেওয়া হয়।
২০২৫ সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু অংশগ্রহণের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণের শিক্ষার্থীদের অভিভাবকরা পরীক্ষার হলের গেটে তাঁদের আদরের সন্তানের জন্য পরিক্ষার কেন্দ্রের বাহিরে প্রচন্ড গরমে দাঁড়িয়ে অপেক্ষা করেন তাঁদের সন্তানদের জন্য। এদিকে অভিভাবকগন ক্লান্ত আর অস্থিরতার মধ্যে অপেক্ষা কাটে আদরের সন্তানদের পরীক্ষার খাতা জমা দেওয়ার আগ পর্যন্ত। অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি সেবা কার্যক্রম শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলার সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্ত, যুগ্ন আহ্বায়ক বোরহান আহমেদ, যুগ্ম সদস্য সচিব মো:রেজাউল ইসলাম, সংগঠক রাকিব, সংগঠক তুর্য, সদস্য সোহাগ প্রমুখ।
মন্তব্য করুন