দিনাজপুর সদর উপজেলার ৭নং উপ-শহর এলাকার মৃত শওকত হোসেনের কন্যা নুসরাত ইমরোজ বিথি সমাজের বিত্তবান ও সরকারী চাকুরী জিবীদের প্রেমের ফাঁদে ফেলে প্রতিনিয়ত হাতিয়ে নিতেন লক্ষ লক্ষ টাকা। এই বিথির রয়েছে নিজস্ব একটি সন্ত্রাসী বাহিনী তাদেরকে দিতে তার এই ব্যবসার প্রসার ঘটিয়েছেন। প্রেমের ফাঁদে ফেলে শহরের বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে দেখা করার কথা বলে তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে নাটকীয় সেই প্রেমিকের নিকট হতে জোরপূর্বক লক্ষ লক্ষ টাকা আদায় করতেন।
১৫ মে ২০২৫ ইং তারিখ বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া এমনই এক ঘটনায় দিনাজপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের হয়। যার মামলা নং ৫২/৩৫১ তারিখ ১৮/০৫/২০২৫ উক্ত মামলার প্রধান আসামী নুসরাত ইমরোজ বিথিকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশের একটি চৌকষটিম। বর্তমানে প্রতারক সুরাত ইমরোজ বিথি হাজত বাস করছেন।
সচেতন মহলের অভিমত, দিনাজপুর থেকে বিথির পুরোচক্রটি গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন। যাতে তারা আগামীতে কারো সাথে এমন কাজ করতে না পারে।স্থানীয় সূত্রে আরও জানা যায় যে এরকম অসামাজিক মূলক কার্যক্রমে লিপ্ত থাকায় এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান জেল হাজত কৃত মহিলা কারাবন্দি নুসরাত ইমরোজ বিথির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং সেই সাথে সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গগনের সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবি জানান
মন্তব্য করুন