পঞ্চগড় জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কমসূচি ২০২৪-২৫ এর আওতায় পঞ্চগড় জেলায় মাসব্যাপী এ্যাথলেটিকস প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
২৯শে মে ২০২৫ এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর ব্যবস্থাপনায় পঞ্চগড় জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কমসূচি ২০২৪-২৫ এর আওতায় পঞ্চগড় জেলায় মাসব্যাপী এ্যাথলেটিকস প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। ভিতরগড় শালমারা উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত মাসব্যাপী এ্যাথলেটিকস প্রশিক্ষণে অ-১৪ প্রতিভাবান ৪০ বালক ও বালিকা অংশগ্রহণ করে। মাসব্যাপী এ্যাথলেটিকস প্রশিক্ষণে পঞ্চগড় জেলা ক্রীড়া অফিসার আবুল হাসেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোকছেদুল কবীর।
মন্তব্য করুন