নীলফামারী জলঢাকায় ইউপি সদস্য কতৃক চেয়ারম্যান নুরুজ্জামানের উপর হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃস্হপতিবার দুপুরে শৌলমারি বাজারে জাহিনুর রহমানের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য রশিদুল ইসলাম, লংকেস্বর রায়, ব্যাবসায়ি, সফু মিয়া, যাদু মিয়া শাহীন মিয়া প্রমূখ। বক্তরা অবিলম্বে চেয়ারম্যান নুরুজ্জামানের উপর হামলা কারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে ঘোষণা দেয়া হয়। প্রসঙ্গত গত ২৬ মে দুপুরে শৌলমারি পরিষদে এসে ইউপি সদস্য রশিদুল ইসলামের লোকজন চেয়ারম্যান নুরুজ্জামানের উপর হামলা চালায়।
মন্তব্য করুন