পঞ্চগড় জেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
৪ই মে ২০২৫ দিনব্যাপী এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর ব্যবস্থাপনায় পঞ্চগড় জেলা ক্রীড়া অফিসের বাষিক ক্রীড়া কমসূচি ২০২৪-২৫ এর আওতায় পঞ্চগড় জেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। জেলা স্টেডিয়াম পঞ্চগড়ে অনুষ্ঠিত ক্রীড়া উৎসবে ৮০জন বালক ও বালিকা অংশগ্রহণ করে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসবে আবুল হাসেম জেলা ক্রীড়া অফিসার পঞ্চগড়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুমন চন্দ্র দাশ অতিরিক্ত জেলা প্রশাসক(সাবিক) পঞ্চগড়।
মন্তব্য করুন