১৬ই এপ্রিল ২০২৫ দিনাজপুর জেলার খানসামা উপজেলায় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ৩০ টি পরিবারের মাঝে বিনামূল্যে নলকূপ বিতরন করা হয়।
উক্ত নলকূপ বিতরন অনুষ্ঠানে জনাব তমিজুল ইসলাম উপজেলা সমাজ সেবা, অধিদপ্তর, খানসামা, দিনাজপুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুজ্জামান সরকার উপজেলা নির্বাহী অফিসার, খানসামা, দিনাজপুর। আরো উপস্থিত ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির দিনাজপুর জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান ও আব্দুল জব্বার।
বিতরন কালে প্রধান অতিথি বলেন আমি আপনাদের বাড়ি বাড়ি গিয়ে খোজ খবর নিয়ে জানতে পারি আপনাদের টিউবওয়েল নেই আজ দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি আপনাদের টিউবওয়েল এর ব্যাবস্হা করে দিয়েছেন। শুধু টিউবওয়েল এ নয় ইট, সিমেন্ট বড়িং ও পালাষ্টার সহ করে দিবে। এই টিউবওয়েল গুলো রক্ষণাবেক্ষণ এর দায়িত্ব আপনাদের। আপনারা দোস্ত এইডের জন্য দোয়া করবেন, আরো বেশি বেশি যেন খানসামা উপজেলায় কাজ করতে পারে। পরিশেষে দোস্ত এইডের সফলতা কামনা করে বক্তব্য শেষ করেন।
একজন উপকার ভুগির সন্তোশ রায় বলেন আমার পরিবারে ৭ জন সদস্য অনেক দিন ধরে টিউবওয়েল নাই আজ টিউবওয়েল পেয়ে মুই খুব খুশি যারা দিয়েছে তাদের জন্য দোয়া করিম। পরিশেষে উক্ত অনুষ্ঠানের সভাপতি তমিজুল ইসলাম বলেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থা।
দীর্ঘ দিন ধরে আর্তমানবতায় কাজ করে আসছে। আজ খানসায় যে ৩০ টি পরিবার গুলোকে নলকূপ দেওয়া হল তারা খুব খুশি। আরো কিছু পরিবার আছে যা পরবর্তীতে ধাপে দেওয়া হবে ইনশাআল্লাহ। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উত্তর উত্তর সাফল্য কামনা করে তার বক্তব্য শেষ করেন।
মন্তব্য করুন