ইসলামপুরে ৫০০ পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে।
আজ ১৬ই এপ্রিল ২০২৫ সকালে জামালপুর ইসলামপুরের হাড়িয়াবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান। সভাপতিত্ব করেন দোস্ত এইডের হেড অব একাউন্টস এন্ড এডমিন কহিনুর আলম চৌধুরী।
অনুষ্ঠানে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ও দুস্থ ৫০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, পেয়াজ, আলু, মুড়ি, চিনিসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সম্বলিত ফুড প্যাকেট বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান বলেন, দোস্ত এইড নদীভাঙন কবলিত ইসলামপুর উপজেলার জন্য আশীর্বাদ স্বরুপ। সারাবছরই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অসহায় দুস্থ মানুষের পাশে থাকার জন্য দোস্ত এইডের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সংস্থার সমৃদ্ধি কামনা করেন। তিনি উল্লেখ করেন, গত রমজান মাসে দোস্ত এইড ইসলামপুর উপজেলায় খাদ্য সামগ্রী, ইফতার, ঈদ পোশাক, যাকাতসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছে যা উপজেলার অসহায় মানুষগুলোর জন্য আশীর্বাদ হিসেবে কাজ করেছে।
সংস্থার হেড অব একাউন্টস এন্ড এডমিন কহিনুর আলম চৌধুরী বলেন, দোস্ত এইড দেশব্যাপী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দোস্ত এইড নতুন নতুন প্রজেক্ট নিয়ে কাজ করছে যা টেকসই উন্নয়নে সহায়ক হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাড়িয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দীন, দোস্ত এইডের পাবলিক রিলেশন অফিসার মুজাহিদুল ইসলাম, শিক্ষা অফিসার শওকত মিয়া, সাজু আহমেদ, সাজ্জাদ হোসেন সাদ্দামসহ আরও অনেকে।
মন্তব্য করুন