নিজস্ব প্রতিবেদন
১৫ এপ্রিল ২০২৫, ৬:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চীনা প্রকল্পের ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল কেন নীলফামারীতেই হওয়া উচিত?

চীনা প্রকল্পের ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল কেন নীলফামারীতেই হওয়া উচিত বলে কেন মনে করেন নীলফামারী বাসী।

*চীনা নাগরিক বহুল উত্তরা ইপিজেড থেকে মাত্র ৫ মিনিটের পথ টেক্সটাইল মিল, বিজিবি আঞ্চলিক অফিস (নীলফামারী-সৈয়দপুর-রংপুর) মেইন রোড সংলগ্ন নিষ্কণ্টক মনোরম এবং উপযুক্ত সরকারি পতিত ভূমি।

★সৈয়দপুর বিমানবন্দর থেকেও মাত্র ১০ মিনিটের পথ।

★দারোয়ানী রেলস্টেশন থেকে মাত্র ৫ মিনিটের পথ।

★উত্তরবঙ্গের বাকি জেলাগুলোর সাথে যেমন (পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর) সহজসাধ্য যোগাযোগ।

★সরকারি পতিত খাস জমির যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত (দীর্ঘদিন ধরে টেক্সটাইল কলোনী মাঠটি পতিত অবস্থায় আছে)।

★একেবারে নীলফামারী শহরে না হওয়ায় সৈয়দপুর সহ রংপুর (পাগলাপীর, তারাগঞ্জ) ঠাকুরগাঁও (গড়েয়া) এবং দিনাজপুর (খানসামা) এর আংশিক এলাকার মানুষ সর্বোচ্চ ৩০ মিনিটের ব্যবধানে এই হাসপাতালে পৌঁছাতে পারবে।

★পঞ্চগড় থেকে রংপুর মেডিকেলে না গিয়ে মাত্র ১ ঘন্টার ব্যবধানে মধ্যপথে এই হাসপাতালে চিকিৎসা সেবা নেয়া যাবে।

★জরুরী প্রয়োজনে বিশেষজ্ঞ দেশী-বিদেশী ডাক্তার মাত্র ১ ঘন্টার ব্যবধানে ঢাকা হতে এই লোকেশনে আসতে পারবেন।

★হাসপাতালটির প্রস্তাবিত অবস্থান অত্যন্ত মনোরম পরিবেশে হওয়ায় তা রোগী, চিকিৎসক সহ দর্শনার্থীদের সহজেই আকর্ষণ করবে।

প্রকল্প সংশ্লিষ্ট দেশী ও বিদেশী কর্তৃপক্ষের কাছে উপর্যুক্ত বিষয় বিবেচনা পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণে জেলাবাসী অনুরোধ জানায় নীলফামারীতে ১০০০ শয্যাবিশিষ্ট চীনা হাসপাতালের।

জানা যায়, বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশকে চীন সরকার এক হাজার শয্যার একটি হাসপাতাল উপহার দেবে। তিস্তা প্রকল্পের আশপাশে এ হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। রোববার (১৩ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

নূরজাহান বেগম বলেন, চীনের সঙ্গে আলোচনা চলছে। তারা আমাদের একটি হাসপাতাল উপহার দিতে চায়, যা আমরা রংপুরে নির্মাণের পরিকল্পনা করছি। দ্রুত কাজ শুরুর ব্যাপারে আমরা আশাবাদী।

তিনি বলেন, চীনের রাষ্ট্রদূতকে আমরা বলেছিলাম, রবোটিক ফিজিওথেরাপির সেট একটি আমাদের উপহার হিসেবে দিতে। শুধু আন্দোলনে আহতদের জন্য না, ভবিষ্যতেও দুর্ঘটনায় আহতদের জন্য লাগবে এটা আমাদের। চীন কথা রেখেছে, তারা একটি সেট আমাদের উপহার হিসেবে দিয়েছে। সেটা বর্তমানে চট্টগ্রাম বন্দরে আছে।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশে রিহ্যাবিলিটেশন সেন্টার উইথ রোবোটিক ফিজিওথেরাপি সাপোর্ট ফ্যাসিলিটি দিচ্ছে চীন সরকার। এই সেন্টার স্থাপন করতে ছয় হাজার স্কয়ার ফুটের মতো জায়গা লাগবে। আমরা জায়গা ঠিক করেছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সেখানে এটা ডেডিকেটেড করা থাকবে। আমাদের আহতরা সেখানে ফিজিওথেরাপি নিতে পারবে। এজন্য আমরা একটি দলকে প্রশিক্ষণ দিয়ে দেব। ব্যাংকক থেকে আমরা এক্সপার্ট নিয়ে আসব, তারা এখানে ট্রেনিং দিয়ে গেলে ভবিষ্যতে সবাই এখান থেকে সহায়তা পাবেন।

একটা রবোটিক ফিজিওথেরাপি বসালে হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা উত্তরবঙ্গে এবং চট্টগ্রামে দেওয়ার চেষ্টা করব, যাতে ওখানকার রোগীদের ফিজিও থেরাপি দিতে এখানে আনতে না হয়।

হাসপাতাল বানানো প্রসঙ্গে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আবু জাফর বলেন, তিস্তা প্রকল্পের আশপাশে ন্যূনতম ১২ একর জায়গা খোঁজা হচ্ছে। নীলফামারী, রংপুর এবং দিনাজপুরের মাঝামাঝি জায়গায়। তবে নীলফামারীর একটা জায়গা পেয়েছি। এটার সম্ভাবনা যাচাইয়ের সমীক্ষা করব আমরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষার প্রবেশপত্র হারানো বিজ্ঞপ্তি

দিনাজপুরে প্রযুক্তির শিক্ষার নতুন দিগন্তে এক্সিস আইটি এর শুভ উদ্বোধন

জলঢাকায় বাতাসে দুলছে ধানের শীষ- কৃষকের মুখে হাসির ঝিলিক

দিনাজপুর গুলশান মার্কেটে চাঁদা না দেয়ায় শাওমি শো-রুম ভাংচুর ও লুটপাট

দিনাজপুরে অসামাজিক কার্যকলাপে থাকাবস্থায় ৪ নারীসহ আটক ১০

সমাজ সেবক ডাক্তার মোস্তাফিজার রহমান বসুনিয়ার ইন্তেকাল

নীলফামারী দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি-শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক- গোলাম রব্বানী

উপকূলীয় ৫০০ পরিবারে পাশে দাঁড়ালো দোস্ত এইড

গাইবান্ধা পলাশবাড়ী উপজেলা হাসবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা শীর্ষক কর্মশালা

পঞ্চগড় জেলা ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

১০

নীলফামারীতে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা

১১

কাউনিয়ায় জনপ্রিয় অতন্দ্র জরিপ’ পদ্ধতি

১২

‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’ পদকে ভূষিত হলেন আব্দুল মোমিন

১৩

‘নীলফামারীতে হবে চীন সরকারের হাসপাতাল’

১৪

সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না জলঢাকায় জনসভায় জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

১৫

নীলফামারীতে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

১৬

নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাথে মতবিনিময়

১৭

হারানো বিজ্ঞপ্তি

১৮

ইসলামপুরে ৫০০ পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ

১৯

দোস্ত এইড এর উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে খানসামায় বিনামূল্যে টিউবওয়েল বিতরন

২০