রংপুরের কাউনিয়ায় বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা।
১৪ই এপ্রিল ২০২৫ সোমবার (১ বৈশাখ) বেলা ১০ টায় উপজেলা বিএনপির আয়োজনে এক বর্নাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি’র অফিস চত্বরে এসে শেষ হয়।
এ সময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা, সাধারণ সম্পাদক শফিকুল আলম শফি, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,শোভা যাত্রা শেষে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপিও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাতে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
অন্যদিকে শহীদবাগ ইউনিয়নের প্রাণনাথ চর খলিলের ঘাটে দিনব্যাপী বৈশাখী মেলায় লাঠি খেলার লাঠি খেলার উদ্বোধন করেন উপজেলা উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা।
মন্তব্য করুন