ডোমার-চিলাহাটি-ভাউলাগঞ্জ সড়কের বোড়াগাড়ী ব্রিজের মেরামত জন্য বিকল্প পথ ব্যবহার করতে জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করছে সড়ক ও জনপদ বিভাগ, নীলফামারী।
১০ এপ্রিল ২০২৫ নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত জরুরী বিজ্ঞপ্তিতে জানানো হয়, নীলফামারী সড়ক বিভাগাধীন ডোমার-চিলাহাটি-ভাউলাগঞ্জ (জেড-৫৭০৬) জেলা মহাসড়কের ৪র্থ কিলোমিটারে বোড়াগাড়ী বাজার নামক স্থানে বোড়াগাড়ী ব্রিজের এক্সপানসন জয়েন্ট (Expansion Joint) মেরামত কাজ চলমান। উক্ত কাজ নিরাপদ ও নির্বিঘ্নে সম্পাদনের জন্য ১০ই এপ্রিল ১০২৫ বৃহস্পতিবার রাত ১০টা হতে ১৩ই এপ্রিল ২০২৫ রবিবার রাত ১০টা পর্যন্ত বর্ণিত সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ রাখতে হবে। সেক্ষেত্রে উক্ত সময়ে সকল প্রকার যানবাহন চালককে এ সেতুটি পরিহার করে বিকল্প পথে চলাচলের জন্য অনুরোধ করা হয়। উক্ত সময়ের জন্য পঞ্চগড়/নীলফামারী/ডোমার উপজেলা সদর দপ্তর হতে জলঢাকা/ডিমলা/ডালিয়া/তিস্তা ব্যারেজ যাতায়াতের ক্ষেত্রে। ডোমার ফিলিং পেস্টশন-নীলফামারী-জলঢাকা সড়কপথ ব্যবহার করা যেতে পারে।
স্থানীয় পর্যায়ে চলাচলের ক্ষেত্রে রিক্সা/অটোরিক্সায় চলাচলকারী যাত্রীগণ সেতুর এক প্রান্তে নেমে সেতুর ফুটপাতের উপর দিয়ে পার হয়ে জন্য প্রান্তে কোন যানবাহন বেছে নিতে পারবে। জরুরী মেরামত কাজের স্বার্থে এ বিষয়ে সকলের সহযোগিতা বিশেষভাবে কামনা করে সড়ক ও জনপদ বিভাগ নীলফামারী।
মন্তব্য করুন