ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে সারাদেশের ন্যায় ছাত্রদল নীলফামারী সরকারী কলেজ(নীসক) শাখার উদোগে মঙ্গলবার সকাল ১১টায় মুখে কালো কাপড় বেধে বিক্ষোভ কর্মসূচি পালন করে।
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব পায়েলুজ্জামান রকসি, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক আসলাম পারভেজ বিদ্যুৎ, ছাত্রনেতা রাহেনুল জান্নাত রায়হানসহ অন্যান্য নেতাকর্মীরা।
গত রবিবার (৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “ইসরায়েল গাজা উপত্যকাকে মৃত্যুর উপত্যকায় পরিণত করেছে। শিশু, নারী ও বৃদ্ধদেরও হত্যায় তারা পিছপা হচ্ছে না। আন্তর্জাতিক সম্প্রদায় এ ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে এখনও নীরব দর্শক হয়ে আছে, যা অত্যন্ত দুঃখজনক।
নেতৃদ্বয় জানান, ইসরায়েলের বর্বরতা ভাষায় প্রকাশের মতো না। এই অব্যাহত গণহত্যার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মন্তব্য করুন