নীলফামারীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে জেলা পযার্য়ের বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, প্রীতি খেলার আয়োজন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মানউন্নয়ন”প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস নীলফামারীর আয়োজনে জেলা ক্রীড়া সংস্থা নীলফামারীর সহযোগিতায় নীলফামারী জেলা পযার্য়ের বর্ণাট্য র্যালি, আলোচনা সভা, প্রীতি খেলার আয়োজন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু করে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে টেনিস কমপ্লেক্সে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে সভায় জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য নাসির উদ্দিন, ক্রীড়া সংগঠক আব্দুস সালাম বাবলা, জেলা ক্রিকেট অ্যাম্পায়ার এন্ড স্কোরার এ্যাসোসিয়েশনে সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রনি, জেলা রেফারিজ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ভুবন মোহন তরফদার ও সাংবাদিক মিজানুর রহমান বক্তব্য দেন।
পরে দশটি ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। জেলা ক্রীড়া দফতর ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় দিবসটি উদযাপন করা হয়।
মন্তব্য করুন