নীলফামারীতে ফেন্সিডিল ও বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ নীলফামারী।
শনিবার ৫ই এপ্রিল রাতে জেলা শহরের নতুন বাবুপাড়া এলাকায় সিরাজুল ইসলামের বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় বাড়ি তল্লাসী করে ১৭২ বোতল ফেন্সিডিল ও ৩ বোতল বিদেশী মদ উদ্ধার করে র্যাব-১৩ সদস্যরা। এ ঘটনায় গ্রেফতার করা হয় সিরাজুল ইসলাম(৪০) ও তার স্ত্রী আঁখি বেগম(৩৫)।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, এ ঘটনায় মাদক আইনে মামলা করে গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীকে নীলফামারী সদর থানায় হস্তান্তর করা হয়। আসামীদেরকে রবিবার বিকালে আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়।
মন্তব্য করুন