নীলফামারীর ডিমলায় ট্রাফিকের দাযিত্ব পালন করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ডিমলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান। ঈদ-ঊল- ফিতরের ৩য় দিন ২ এপ্রিল (বুধবার) ডিমলা উপজেলার বাবুরহাট বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটের সাসনে তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সাধারন পথচারী ও যানবাহন চলাচলের সুবিধার্থে রাস্তায় নেমে ট্রাফিকের দায়িত্ব পালন করেন। ঘটনাটি তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এতে পথচারী,আশপাশের ব্যবসায়ী, যানবাহনের মালিক,চালক সহ স্থানীয় সুধীজন এর ভূয়সী প্রশংসা করেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ডিমলা উপজেলার টিএ্যান্ডটি মোড় এলাকার মসজিদ মার্কেটে প্রধান টেলিকম ও ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের সামনে ঘন্টাব্যাপী জ্যাম চলতেছিলো,সাধারন পথচারী সহ জরুরী সেবার যানবাহন আটকা পড়েছিল তাই আমি কয়েকজনকে সাথে নিয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করি। ডিমলাবাসীর দীর্ঘদিনের দাবী ডিমলা কেন্দ্রীয় শহীদমিনার চত্ত্বর ও স্মৃতিসৌধ চত্ত্বরে দ্রুততম সময়ের মধ্যে ট্রাফিকের ব্যবস্থা করে উপজেলা শহরের জ্যাম নিরসন করা খুবই জরুরী।
মন্তব্য করুন