মাহে রমজান মাস প্রখর রোদ্রের মাঝে খালের মধ্যে ট্রলার বেধে রেখে ট্রলারে পন্য রেখে বিশৃঙ্খলা ভাবে নারী পুরুষ একই লাইনে দাড় করিয়ে কার্ডধারীদের ভোগান্তীতে রেখে পন্য ভিতরনের অভিযোগ উঠেছে । সূএে জানাগেছে, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন লতা ইউনিয়নে ৯ টি ওয়ার্ডে প্রায় ৮৮৩ জন ফ্যামিলি স্মার্ট কার্ডধারীদের মাঝে সনিবার পন্য বিতরনের কথা। দেখা গেছে বিভিন্ন বিশৃঙ্খলার ও অনিয়মের মধ্যে দিয়ে বিতরন ক্ষুদ্ধ পন্য নিতে আসা কার্ডধারীরা। কার্ড প্রতি বিতরন করা হয়েছে নায্য মূল্যে চাল ৫ কেজি,মুশুরী ডাল ২ কেজি , সোয়াবিন তৈল ২ কেজি,চিনি ১ কেজি,মোট ৫৫০ টাকা। অভিযোগ উঠেছে শৃঙ্খলা ভাবে বিতরনে ভোগান্তী ট্রলার উদয়পুর গ্রামের স্ব-মিলের পিছরে খালে ট্রলারে রেখে ট্রলারের মধ্যেই বিতরন করা হয়েছে। রোজার মাস অন্য দিকে রোদ্রের প্রখর তাপ মাএা ছিল বেশী। পন্য ট্রলার থেকে অঅনতে আসা যাওয়ার ব্যবস্থা দূরঅবস্থা। পন্য বিতরন করা হয় সকাল ১১ ঘটিকার পরে। সাড়ি বদ্ধ লাইনের পরির্বতে এলোমেলো বিশৃঙ্খল নারী পুরুষ একএিক। ঘন্টা খানেক ভিতরনের পর ভিতরন কারীরা ট্রলার থেকে চা পানের বিরতিতে গিয়ে ২৫ মিনিট পর দেওয়া শুরু হয়। এই প্রখর রোদ্রের মাঝে দাড়িয়ে পন্য নিতে আসা কার্ডধারীরা ক্ষুব্ধ হয়ে যায়। এক পর্যায় লতা ইউনিয়ন বিএনপি সভাপতি সহ নেতা কর্মীরা ট্রলারে এসে বাধা প্রদান করে এভাবে পন্য ভিতরন করা যাবেনা কার্ডধারীদের ভোগান্তীতে ফেলে রেখে। পন্য ট্রলার থেকে নামিয়ে উপরে এনে সু-শৃঙ্খলা এবং সাড়ি বদ্ধ ভাবে লাইনে পন্য ভিতরনে ভোগান্তী হবেনা। নেতা কর্মীরা চলে আসলেও তাদের কথা কর্নপাত করেনী। আরো জানাগেছে, লেবার খরচ বাঁচার তাগিদে এমটাই করেছে ইতি পূর্বে শৃঙ্খলা ভাবে পন্য ভিতরন করা হয়েছে স্কুল কক্ষে। পন্য নিতে আসা একাধিক কার্ডধারীরা জানায়, এই পন্য ভিতরেন ১ বছরের মধ্যে ৬/৭ বার স্থান পরির্বতন করা হলেও সর্ব শেষ বেচে নিয়েছে খালের মধ্যে ট্রলার রেখে ট্রলারের মধ্যে ফলে আমাদের ভোগান্তী তাদের ফলশ্রæতি। ভোগান্তীর শিকার কার্ডধাররীদের সুবিধার কথা বিবেচনা করে পরবর্তিতে শৃঙ্খলা ভাবে বিতরন করার দাবী জানিয়েছেন।
মন্তব্য করুন