বন্ধুত্বের জয়গান স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে প্রান্তিক মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে রংপুর সিটি করপোরেশন এলাকায় পথচারী রোজাদার, ভ্যানচালক ও রিক্সাচালকদের ইফতার বিতরণ করেছে বন্ধুত্বের জয়গান স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার ২৬ রমজান ইফতারের পূর্ব মুহূর্তে রংপুর জেলা স্কুলের সামনে এবং ডি. সি মোড় এলাকায় দিনমজুর, পথচারী রোজাদার ও ভ্যানচালকদের হাতে ইফতার তুলে দেন বন্ধুত্বের জয়গান স্বেচ্ছাসেবী সংগঠনের একঝাঁক তরুণ সদস্য। বন্ধুত্বের জয়গান স্বেচ্ছাসেবী সংগঠন এর পরিচালক মো:রবিউল ইসলাম বলেন, ‘এটি একটি অরাজনৈতিক সংগঠন। স্বেচ্ছায় মানুষের সেবার ব্রত নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে মানবতার কাজে নিজেদের নিয়োজিত রাখতে চাই। অনেক শ্রমজীবী মানুষের জীবিকার তাগিদে সন্ধ্যা হয় রাস্তাতেই। তাদের কথা বিবেচনা করেই আমাদের আজকের ক্ষুদ্র আয়োজন। প্রতিবছরই রমজানে আমরা চেষ্টা করেছি একবেলা তাদের পাশে থাকতে।’এসময় সংগঠনের সভাপতি,সাধারণ সম্পাদক, প্রচার সম্পাদক, কার্যনির্বাহী কমিটির সকল সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটির সদস্যদের তারুণ্যদীপ্ত উদ্যম, একাগ্রতা ও অদম্য ইচ্ছশক্তির জোরে ক্রমান্বয়ে সেবা।
মন্তব্য করুন