বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা কাজীরহাট থানা আরিফা ডেকোটের বিভিন্ন মালামাল ও নগদ টাকা জোর পূবর্ক নিয়ে গেছে ভাষানচর ইউনিয়নের দফাদার বাজার মোহনা ডেকোটের মালিক ইমরান ও তার বাহিনীর লোকজন বলে অভিযোগ উঠেছে। আরিফা ডেকোটের মালিক মোঃ আলআমিন কাজীরহাট থানায় অভিযোগ করেন বলে জানা গেছে। এ বিষয় আলআমিন জানায়, আমি ডেকোটের মালামাল ক্রয় করার উদ্দ্যেশে ঢাকা যাই। গত ২২ শে মার্চ মাল ক্রয় করি এম,ভি রাজহংস-৮ লঞ্চ যোগে পরদিন ভাষানচর ঘাটে আসি। দুপুর আনুমানিক ১২ ঘটিকায় ভ্যান যোগে মালামাল উঠালে ভ্যান থেকে ডেকোটের বড় পাতিল,তার, নতুন ও পুরাতন মিক্সার মেশিন, মাইক প্রায় ২৩ হাজার টাকা মূল্যের মালামাল সহ আমার সাথে থাকা নগদ ৮২,০০০/ টাকা নিয়ে যায় ইমরান ও তার বাহিনীরা। এ সময় আমার সাথে ছিল সোহাগ,রহমান,রাসেল। ঘটনায় কাজীরহাট থানায় লিখিত অভিযোগ করি কাজীরহাট থানা পুলিশ মালামাল উদ্ধার করে নিয়ে আসলেও ২ টি পুরাতন মাইকের স্টানজান মেশিন উদ্ধার হয়নি। তিনি আরো জানায়, অভিযোগ কারী তদন্ত কর্মকর্তা এস,আই আরিফ ঘটনা স্থলে গেলে মালামাল নিয়ে আসে এবং ইমরানের নিকট হতে ১টি চোরাই মোবাইল উদ্ধার করে। মোবাইল সর্ম্পকে মোবাইল মালিক কাজীরহাট ব্রাক প্রগতি সেকশনের কর্মী জানায়, ইতি পূর্বে ইমরান ব্রাক থেকে লোন নেয়। আমি তার দোকানে কিস্তি আদায় করতে গেলে ভুল বসত মোবাইল ফোন ইমরানের দোকানে টেবিলের উপর রেখে আসলে কিছু ক্ষন পর গেলে অস্বিকার করলে। কাজীরহাট থানায় জি,ডি করে রাখি। আমার ফোনটি কাজীরহাট থানা পুলিশ ইমরানের নিকট থেকে উদ্ধার করে। অপর একটি ঘটনায় তদন্তে গিলে।
মন্তব্য করুন