মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে। ৫০ শয্যা বিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার দুপুরে ভর্তিকৃত ৮৪ জন রোগীকে মুরগীর মাংস, ডিম, মাছ, সালাত এবং পোলাও দেয়া হয়। সরেজমিনে তথ্য সরবরাহে জানা যায়, স্বাধীনতা দিবস উপলক্ষে হাসপাতালে উন্নতমানের খাবার সরবরাহ করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুজয় সাহা নিজে রোগীদের মাঝে পরিবেশ করা খাবার পরিদর্শন করছেন। তিনি বলেন, এখানে যারা থাকেন তারা প্রত্যেকে রোগী। তাদেরকে সব সময় ভালো খাবার খাওয়ার পরামর্শ তো আমরা ডাক্তারা দিয়ে থাকি। প্রতি সন্ধ্যায় এখানে মানসম্মত খাবার দিয়ে আসছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আজ যেহেতু বিশেষ দিন তাই নিজে রোগীদের খাবার পরিবেশন দেখছি।
মন্তব্য করুন