পঞ্চগড়ে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬শে মার্চ) ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর ইফতার অনুষ্ঠিত হয়। উক্ত ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম এ বারি, সরকারি কৌসুলি জিপি পঞ্চগড়, এবং সদস্য পৌর জেলা বিএনপি পঞ্চগড়।
এসময় আরও উপস্থিত ছিলেন- দৈনিক দেশবার্তা নিউজের রংপুর ব্যুরো প্রধান, আনোয়ারুল ইসলাম রনি, মকবুলার রহমান সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ফুয়াদ ইসলাম,সিঃসহ সভাপতি শ্রাবণ হোসেন সোহাগ, সহ-সভাপতি মোঃ সোহেল রানা, ধ্রুবতারা সংগঠনের সাধারণ সম্পাদক মোজাহার ইসলাম সেলিম,আমার সেবা নেটওয়ার্ক এর কোর্ডিনেটর (ইনচার্জ), রাসেল ইসলাম, মার্কেটিং কোর্ডিনেটর সহ ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর সকল সদস্যবৃন্দ।
সংগঠনের সভাপতি এস কে হাফিজুল বলেন, বিগত বছর গুলোর ন্যায় এবারো তারা পবিত্র রমজান উপলক্ষে ধ্রুবতারা ইয়ুথ সকল সেচ্ছাসেবীদের নিয়ে ইফতারের আয়োজন করেছে। সংগঠনের কার্যক্রম বিষয়ে তিনি বলেন, ধ্রুবতারা সংগঠনের সেচ্ছাসেবীরা, দরিদ্র মেয়ের বিয়েতে সাহায্য করা, গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা, মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা, কম্বল বিতরণ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহান বিজয় দিবস ও স্বাধীনতা দিবস পালন করাসহ দরিদ্রদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে থাকেন। আগামীতে সরকারি সহযোগিতা পেলে সাংগঠনিক কার্যক্রমকে আমরা আরও গতিশীল করতে পারবো।
মন্তব্য করুন