পবিত্র মাহে রমজান উপলক্ষে নীলফামারীর ডিমলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপির নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন সমর্থক গোষ্ঠী। এতে ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় পাঁচ সহস্রাধিক রোজাদার অংশ গ্রহন করেন। ডিমলা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল মজিদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির মহিলা দলের সাবেক সভাপতি অধ্যাপিকা সেতারা সুলতানা, উপজেলা যুবদলের সদস্য সচিব আশিকুল ইসলাম লেমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচীব হালিমুল ইসলাম রাসেল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুজ্জামান বিনজু, যুবদলের যুগ্ম আহবায়ক আইয়ুব আলী, যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আবুল বাশার আজাদ, শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি স্বপনুজ্জামান স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান প্রমূখ।
এসময় রোজার ফজিলতসহ ধর্মীয় ও রাজনৈতিক আলোচনা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মন্তব্য করুন