নীলফামারীতে তরুন সহযোগী সংগঠন (টিএসএসএন) এর আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩-৩-২৫) শহরের কোর্ট চত্তরে বিকেল ৩.৩০ মিনিটে সকল সদস্য ও উপদেষ্টাদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় মোঃ আব্দুল কুদ্দস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধান উপদেষ্টা এ্যাডভোকেট মোঃ আবু সুফিয়ান, বিশেষ অতিথি তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মোঃ আব্দুস সালাম, সাধারন সম্পাদক মোঃ আল রিজুওয়ান রিয়াদ সহ আনেকে। বক্তারা বলেন, সমাজে অসহায় মানুষের সহযোগীতা,গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়া লেখার আর্থিক সহযোগীতা করা সর্বদা অসহায় মানুষের পাশে থাকা, সেচ্ছায় রক্তদান কর্মসুচি ইত্যাদি বাস্তবায়নের লক্ষে সর্বদা বাস্তবায়ন করা।
আলোচনা সভায় তরুণ সহযোগী সংগঠনের সভাপতির বক্তব্যে মোছাঃ সানজিদা পারভীন সেতু বলেন, অসহায় মানুষের পাশে থাকা ও রক্ত দিয়ে সহযোগীতা করা আমাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, ভালো কাজ করলে আল্লাহ খুশি হন ও সন্তুষ্ট হন। এজন্য সকলের নিকট সহযোগিতা ও অনুপ্রেরণার আহবান জানান ও সকলের সহযোগিতা একান্ত ভাবে কামনা করেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতি বলেন, তরুণ সহযোগী সংগঠনের মাধ্যমে সুদ ঘুষ, জেনা ব্যবিচার মুক্ত নীলফামারী গড়ে তোলা হবে। এসময় উপস্থিত ছিলেন, শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী সহ সুষিল সমাজের ব্যাক্তি বর্গ। অনুষ্ঠান শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন প্রধান উপদেষ্টা।
মন্তব্য করুন