নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ভর্তি ফির সমপরিমাণ চেক বিতরণ করা হয়েছে।
নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ভর্তি ফির সমপরিমাণ চেক বিতরণ করা হয়। শরীফুল CUET-এ, জয়ন্ত RUET-এ, তমাল ও সাকিব ঢাবিতে এবার ভর্তির জন্য সুযোগ পেয়েছে।
জেলা পরিষদের সূত্রে জানা যায়, আমাদের নীলফামারীর এই চার রত্নের প্রত্যেকের জীবনের গল্পগুলো একই রকম, নিম্নবিত্ত বা বিত্তহীন পরিবারে বড় হওয়া, হাজারো না পাওয়া কষ্টের মধ্যে কঠোর পরিশ্রমে সামনে এগিয়ে চলা এবং স্বপ্নপূরণের লক্ষ্যে নিজেকে বারবার পরীক্ষা করা। অনায়াসে বলা যায়, আমাদের এই সন্তানেরা অনেক প্রতিকূল পরিবেশেও পরিশ্রম আর চ্যালেঞ্জ নেওয়ার ভয়কে জয় করে সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে এবং এটাই আমরা চাই। আমাদের সন্তানেরা বড় হোক বীরের মতন, সকল প্রতিবন্ধকতাকে পরাজিত করে। এ সমাজে এদেশে এ পৃথিবীতে সবার জন্য তারা প্রকৃত মানুষ হোক। আলোকিত নয়, অন্ধকারে তারা নিজেরা আলো হয়ে ওঠুক ক্রমাগত।
বিশ্ববিদ্যালয় ভর্তি ফির সমপরিমাণ অর্থের চেক হস্তান্তর করেন নীলফামারী জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, সহকারী প্রকৌশলী মো: রেজাউল করিম।
মন্তব্য করুন