দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে মেলান্দহ, ইসলামপুর, মাদারগঞ্জ, শেরপুর সদর ও ফুলপুরে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ।
ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানসমূহে সভাপতিত্ব করেন দোস্ত এইডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানসমূহে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, দাতা সংস্থার প্রতিনিধি, দোস্ত এইডের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা দোস্ত এইডের চলমান কার্যক্রমসমূহের প্রশংসা করেন এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। দোস্ত এইডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দোস্ত এইড প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তিনি বলেন, গুণগত মান, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের মাধ্যমে একটি শান্তিপূর্ণ বিশ্বে গড়ে তুলতে দোস্ত এইড বদ্ধপরিকর। তিনি দোস্ত এইডের মানবিক কাজের সমৃদ্ধিতে সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
মেলান্দহ –
উপজেলার ৪৬০টি পরিবারের মাঝে মাহে রমাজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা সংস্থার প্রতিনিধি আইনুর বুচান ও আয়েশা বেকমেজ।
ইসলামপুর-
গুঠাইল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ৬০০ ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান। এছাড়া দাতা সংস্থার প্রতিনিধি মুস্তাফা শাহীন ও বারিশজান কুর্ত, দোস্ত এইডের হেড অব একাউন্টস এন্ড এডমিন কহিনুর আলম চৌধুরী, চিনাডুলী ইউপি চেয়ারম্যান আব্দুস সালামসহ অন্যান্য উপস্থিত ছিলেন।
শেরপুর সদর –
শুক্রবার সকালে মুকসুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ৫০০ ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। এছাড়া দাতা সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মাদারগঞ্জ –
উপজেলার ১৯০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মির্জা আজম কলেজে আয়োজিত অনুষ্ঠানে দাতা সংস্থার প্রতিনিধিগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফুলপুর-
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১০০টি দুস্থ পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে। ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন