রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বিকেল ৫টায় শহীদবাগ স্কুল এন্ড কলেজ মাঠে ইফতার ও দোয়া ম মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহীদবাগ ইউনিয়নে জামাতের ইসলামির সভাপতি অধ্যাপক মাওলানা এমদাদুল হকের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর মহানগর জেলা জামায়াতের ইসলামীর আমির ও রংপুর ৪ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এ টি এম আজম খান,প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও: আব্দুস ছালাম সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এ্যাডভোকেট জনাব,মো: ফজলুর রহমান ফারুক সহ উপ৯জেলা ও ইউনিয়ন জামায়াত ইসলামীর ও অঙ্গ সংঠনের নেতৃবৃন্দ, পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
মন্তব্য করুন