সরকারি বাজেটের হস্তারান্তিত রাস্তার পিচ এবার নদী গর্ভে বিলীন হচ্ছে। কেউ উদ্দ্যেগ নেয়নী রক্ষা করার জন্য ফলে মেহেন্দিগঞ্জের মানচিএ ছোট হয়ে আসছে। দেখা গেছে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচরখাজুড়িয়া ইউনিয়নের একটি অংশ নলবুনিয়া লঞ্চ ঘাটের এমন দৃশ্য। স্থাণীয় জেলে কালাম ফকির, আমজেদ খাঁ, রহিম ফরাজী,আবুল মাল সহ অনেকেই জানায়, নদী ভাঙ্গন অব্যহত থাকলেও নলবুনিয়া বাজার এখন আর নেই নদী গর্ভে র্দীঘ বছর আগেই বিলীন হলেও এ যাবৎ কোন ধরনের সরকারি ভাবে পদক্ষেপ নেওয়া হয়নী। তুলাতলী লঞ্চ ঘাট হতে নলবুনিয়া লঞ্চ ঘাট রাস্তা পিচ থাকলেও নদী ভাঙ্গনের ফলে বসত ভিটা ফসলী জমি গাছ পালা থেকে শুরু করে রক্ষা পায়নী কিছুই। সর্বহারা করে দিয়েছে কড়াল গ্রসের রাক্ষুসে গজাড়িয়া নদীর তীরের মোহনায়। চৌমুহুনী বাজার ব্যবসায়ীরা বলেণ তুলাতলী খেয়া ঘাট হতে নলবুনিয়া পায়ে হেটে যেতে সময় লাগতো ৪০ মিনিটি। নদী ভাঙ্গনের ফলে এখন সময় লাগে ১০ মিনিট। চরাঞ্চলবাসী জানায়, নদীর পাড় রক্ষা না করলে কয়েক বছরের মধ্যে তুলাতলী খেয়া ঘাট পর্যন্ত চলে আসবে নদী ভেঙ্গে। এতে ক্ষতি গ্রস্থ হবে কয়েক শত পরিবার এছাড়া গাছ পালা পুকুর,শিক্ষা প্রতিষ্টান বিলীন হবে। নলবুনিয়ার রাস্তা ও গ্রাম বাসীদের রক্ষ করতে হলে সরকাির ভাবে পদক্ষেপ নেওয়া অতিব জরুরী বলে জানায়।
মন্তব্য করুন