নীলফামারীতে মহানবীকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে।
আজ ১৯ই মার্চ বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে নীলফামারীর তৌহিদি জনতার আয়োজনে চৌরঙ্গী মোড় হতে বড় বাজার প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে মহানবীকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ শেষে মানববন্ধন করা হয়। উক্ত মানববন্ধন কর্মসূচিতে নীলফামারী জেলার শতাধিক তৌহিদি জনতা অংশগ্রহণ করে।
জানা যায়, নীলফামারী অনলাইন শপ গ্রুপে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও মা আয়েশা (রা.) কে নিয়ে কুটুক্তির প্রতিবাদে এবং Itz Sobuj Ahmed নামে ফেসবুক আইডির মালিককে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। এ ঘটনায় নীলফামারী সদর থানায় কয়েকজন বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন।
নীলফামারীর তৌহিদি জনতার ব্যানারে মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সা.) ও মা আয়েশা (রা.) কে নিয়ে যারা কুটুক্তি করেছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানায়। সেই সাথে ভবানীগন্জ বাজারে মুসলিম উম্মাহর প্রিয় আম্মাজান, মহানবী (সাঃ) এর স্ত্রী মা আয়েশা (রাঃ) কে কটুক্তি করে ফেসবুকে পোষ্ট দিয়েছে সুশান্ত রায় তারও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানায়।
মন্তব্য করুন