বালু খেকো চক্ররা এবার প্রকাশ্য নদীতে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করছে নদী গর্ভ থেকে। ফলে নদীর পাড় ভেঙ্গে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থাণীয় সূএে জানাগেছে বালু খেকো চক্ররা স্বেচ্ছাসেবক দল ও ছাএ দলের পরিচয় দিয়ে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে বিক্রি করছে। এলাকাবাসীর অভিযোগ রয়েছে বাধা দিতে গেলে হামলার শিকার অথবা চাঁদা বাজীর মামলা খেতে হবে। এজন্য এলাকাবাসী নিশ্চুপ বলে জানায়। সূএে জানাগেছে, কাজীরহাট থানাধীন আন্ধারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রামের ৬ নং ওয়ার্ডর তাহের মাঝীর ছেলে কালাম মাঝী ও সাইমুন,নেয়ামুল স্বেচ্চাসেবক দলের পরিচয় দিয়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে লতার নদী থেকে। অবৈধ ড্রেজার প্রকৃত মালিক জয়নগর ইউনিয়নের রাকিব হোসেন। অপর দিকে লিটন বিশ্বাষ ও আরিফ বিশ্বাষ মিলে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করছে ছাএ দলের পরিচয় দিয়ে। স্থাণীয় সচেতন মহলদের অভিযোগ রয়েছে ড্রেজার দিয়ে সরাসরি নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করার ফলে নদীর পাড় ভেঙ্গে যাচ্ছে। ফলে আবাদী অনাবাদী জমি কমে যাচ্ছে নদীর পাড়ের বসত ঘর ভিটা নদী গর্ভে চলে যাচ্ছে। অবৈধ ড্রেজার থেকে পরিএান ও নদী বাচঁও থেকে রক্ষা পেতে হলে অচিরেই ব্যাঙ্গের ছাতার মধ্যে গড়ে উঠা ড্রেজার বন্ধ করার পদক্ষেপ নিতে হবে। আন্ধারমানিক ইউনিয়ন রাজনৈতিক সূএে জানায়, দলের নাম ভাঙ্গিয়ে অবৈধ ব্যবসা ও অর্পকমের সাথে জড়িতদের দল কখনও সাহায্য করবেনা। ওরা আমাদের দল ভাঙ্গিয়ে পরিচয় দিয়ে ব্যবসা করবে দল মেনে নিবেনা। এ বিষয় মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আর্কষন করছে এলালাকাবাসী অবৈধ ড্রেজার বন্ধের দাবীতে।
মন্তব্য করুন