নীলফামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শহর শাখার আয়োজনে ঐতিহাসিক বদর দিবসের আলোচনা ও বিশিষ্ট ব্যাক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্টিত। মঙ্গলবার ১৮ই মার্চ নীলফামারী জেলা শহরের স্কাই ভিউ চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ্যাডভোকেট মোঃ আনিসুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার জেলা আমীর নীলফামারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, নীলফামারী। সভাপতিত্ব করেন, অধ্যাপক মোঃ আনোয়রুল ইসলাম, শহর আমীর, নীলফামারী।
মাওলানা আব্দুস সাত্তার বক্তব্যে ঐতিহাসিক বদর যুদ্ব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন। আরও বলেন,”পবিত্র মাহে রমজানে কোরআন নাযিল হয়েছে। কোরআন মানবজাতির জন্য হেদায়াত। কোরআন মেনে চললে দেশে শান্তি আসবে। রোজাদারের জন্য দুইটি খুশি রয়েছে: একটি হলো ইফতার এবং অন্যটি হলো পবিত্র ঈদুল ফিতর। এছাড়া সবচেয়ে বড় খুশি হলো আল্লাহর সঙ্গে সাক্ষাতের সুযোগ, যা সিয়াম সাধনের মাধ্যমে লাভ করা সম্ভব।”
তিনি আরও বলেন, মাগুরার শিশু আছিয়া হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবী করে তিনি বলেন, “আছিয়ার নৃশংস হত্যাকাণ্ড গোটা বিশ্বকে নাড়া দিয়েছে। এই হত্যাকাণ্ডে সভ্য সমাজে আমরা কেউ মেনে নিতে পারি না। যারা এই অপরাধ করেছে তারা পশুর চেয়ে অধম।
এছাড়াও বলেন, “সমাজে এসব অপরাধের মূল কারণ ইসলামের জ্ঞানের অভাব, কোরআনের শিক্ষার অভাব। আমরা যদি আমাদের সন্তানদের ইসলামী শিক্ষা না দিই, তবে এসব অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অভিভাবকদের তাদের সন্তানদের দিকে বিশেষ নজর রাখতে হবে।” অন্যন্য অতিথিবৃন্দের সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
মন্তব্য করুন