জামালপুরের মেলান্দহে ৫০০ টি পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির।
সোমবার সকালে দোস্ত এইডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপ এইড ফাউন্ডেশনের প্রতিনিধি আয়নুর বুচান ও আয়েশা বেকমেজি।
দোস্ত এইডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে দোস্ত এইড বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। রমজানের ফুড প্যাকেট বিতরণের মাধ্যমে অসহায় পরিবারগুলোর রমজানের ইফতার ও সেহরির খাবার নিশ্চিত করা হবে। তিনি বলেন, দোস্ত এইড দেশব্যাপী ৪০ এর অধিক ভিন্ন ভিন্ন প্রকল্পে কাজ করে থাকে। মাহে রমজানে সারাদেশে ২০ হাজার এর অধিক ফুড প্যাকেট বিতরণের পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে বলে তিনি জানান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আলমগীর বলেন, দোস্ত এইডের কার্যক্রমগুলো খুবই প্রশংসনীয়। তিনি দোস্ত এইডের কার্যক্রম, উপকারভোগী নির্বাচন ও স্বচ্ছতার প্রশংসা করেন এবং চলমান কার্যক্রমের সফলতা কামনা করেন।
দাতা সংস্থা ইউরোপ এইড ফাউন্ডেশনের প্রতিনিধি আইনুর বুজান দোস্ত এইডের পেশাদারিত্বের প্রসংশা করেন। তিনি বলেন, মানবিক কার্যক্রম পরিচালনায় দোস্ত অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। দোস্ত এইডের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা দাতা সংস্থাগুলোর কাছে প্রশংসনীয় হয়ে উঠেছে।
অনুষ্ঠানে ৫০০ টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, চিনি, খেজুর, ছোলা, মুড়িসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মন্তব্য করুন