বরিশাল জেলার কাজীরহাট থানাধীন লতা ইউনিয়নের ৫ ও৭ নং ওয়ার্ড গ্রামবাসীদের পারাপারের এল, জি, এস, পি দেওয়া ঢালাই ব্রিজ ২ বছরের মধ্যে দেবে ও ভেঙ্গে পড়েছে। সূএে জানাগেছে, এল , জি, এস, পি-৩ অর্থ বছর ২০১৭-২০১৮ ইং বাস্তাবায়ন কাল ২০১৮-২০১৯ইং। প্রকল্প নং ৫ ও ৭ ওয়ার্ডে সিরাজ চৌকিদারবাড়ির সামনে খালের উপর ঢালাই ব্রিজ নির্মান প্রস্তাবিত মূল্য ৪,০০,০০০/ টাকা। স্থাণীয়দের অভিযোগ রয়েছে ৪,লক্ষ টাকা ব্যয় ব্রিজ নির্মানাধীন হয়ে থাকলে ২ বছরের মধ্যে ব্রিজের এক প্রান্তে কি কারনে ভেঙ্গে খালে পড়ে যাবে ও দেবে যাবে। এই ব্রিজ দিয়ে দৈনিক শতশত লোকজন পারাপার হচ্ছে। আসলী সন্তোষপুর ও সোনাপুর বাসী সহ সাধারন জনগন পারপার হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে লোকজন পারাপার হচ্ছে। স্থাণীয়রা সুপারী গাছ কেটে সাকোঁ সংযুক্ত করে ঢালাই ব্রিজের উপর দিয়ে আসা যাওয়া করে।অচিরেই ব্রিজ টি পূর্ন সংস্কারের দাবী জানাচ্ছে স্থাণীয় এলাকাবাসী ও সাধারন জনগন।
মন্তব্য করুন