নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার মাহফিল ও আইনজীবী সমিতির নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১৬ মার্চ ২০২৫ রবিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার উদ্যোগে আশা কমিউনিটি সেন্টারে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এক ইফতার মাহফিল ও জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সদস্যদের জন্য সংবর্ধনা অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াত ইসলামী জেলা শাখার আমীর অধ্যক্ষ মাও. আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশিদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক ড. খায়রুল আনাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আল ফারুক আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী। এসময় বাংলাদেশ জামায়াত ইসলামী জেলা শাখার শতশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন