বরিশাল সদর শায়েস্তাবাদ নদী ভাঙ্গন অব্যহত চলছে। প্রতি বছর কোট টাকা লোকসান দিয়ে পদক্ষেপ নিলেও রক্ষা করতে পারছেনা নদী ভাঙ্গন রোধ। জানা গেছে, চরমোনাই নদী মোহনা পশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রবেশ করছে। বরিশালের শায়েস্তাবাদ ইউনিয়নের একটি বিশেষ অংশ চুরামন এলাকা নদী ভাঙ্গনে বসত ভিটা নিঃশ্ব হলেও এখনও রয়েছে শায়েস্তাবাদ ইউনিয়ন। এখানে একটি খেয়া ঘাট চলমান রয়েছে ট্রলার যোগে ৭ মিনিট পার হলেই মটর বাইকে ২০ মিনিটের মধ্যে বরিশাল সদর। খেয়া ঘাট সংলগ্ন এলাকা নদী ভাঙ্গনে ছোট হয়ে আসলেও প্রতি বছর জিওবি পলি ব্যাগ বালু ভর্তি নদীর পারে ফেলে ভাঙ্গন ঠেকানোর জন্য ব্যবস্থা করলে সরকার তহবিল লোকসান দিচ্ছে প্রতিবছর। জিওবি বালু ভর্তি ব্যাগ ছাড়া বিশেষ মাধ্যমে ব্যবস্থা নিলে ভাঙ্গন থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে স্থাণীয়রা জানিয়েছে।
মন্তব্য করুন