নীলফামারী জেলা আইনজীবী সমিতির আয়োজন পবিত্র মাহে রমজানের তাৎপর্য শিক্ষা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়েছে। এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলার জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারকগণ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম সহ ম্যাজিস্ট্রেট আদালতের সকল বিজ্ঞ বিচারক এবং ল্যান্ড সার্ভে ট্রাইবুনালের বিচারকগন, নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাসনেন ইমাম সোহেল ও তার জুনিয়র আইনজীবী মাজিদুল ইসলাম মাহী, কোষাধ্যক্ষ সম্পাদক এ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো, ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট হুজুর আলী, সহকারী সাধারণ সম্পাদক এ্যাডভোকেট গোলাম মোস্তফা প্রমুখ সহ আইনজীবী সমিতির সিনিয়র, জুনিয়র ও শিক্ষানবিশ আইনজীবীগণ মাহফিলে উপস্থিত ছিলেন। মাহফিলে জেলা জজ কোর্টের বিচারক ও সিনিয়র এ্যাডভোকেট দের মধ্য কয়েকজন বিজ্ঞ আইনজীবী মাহে রমজানের তাৎপর্য সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নীলফামারী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী।
মন্তব্য করুন