নীলফামারীতে যাবজ্জীবন কারাভোগ শেষে আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন পেল ২ নারী।
সমাজসেবা অধিদপ্তরের ‘অপরাধী সংশোধন ও পুর্নবাসন সমিতি’র উদ্যোগে জেলা কারাগার প্রাঙ্গণে যাবজ্জীবন সাজা ভোগ শেষে আত্মকর্মসংস্থানের জন্য ২ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন নীলফামারী জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
১৩ই মার্চ ২০২৫ বৃহস্পতিবার দুপুরের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী সেনাক্যাম্পের উপ-অধিনায়ক জোবায়ের বিন জহির, জেলা কারাগারের সুপার রফিকুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দীক, প্রবেশন কর্মকর্তা ফরহাদ হোসেন।
মন্তব্য করুন