বরিশালের আড়িয়াল খাঁ নদীর তীরে দাড়িয়ে আছে বি,আই,ডাব্লিউ,টি আই এর অধিনে জোয়ার ভাটার পানি সিমা রেখা নির্ধারন করার পানির গতি নির্নয় করার জন্য নদীর তীরে সরকারি অর্থায়নে স্থাপিত করা হয় চ্যানেল। জানা গেছে, এই চ্যানেল পর্যাবেক্ষন করার জন্য সরকারি তহবিলের অধিনেই একজন কর্মী নিযুক্ত আছে। এই পানি সিমা রেখা র্নিধারন করার জন্য প্রতিনীয়ত রেজিষ্ট্রিকৃত খাতায় নোট করতে হয় পানি কত সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে কত সেন্টিমিটার কমে গেছে। এছাড়া নদী পথে নৌযাহান চলার দিক নির্দেশনা হিসাব করছে নৌযাহান কর্তৃপক্ষ। নদীর তীরে এই চ্যানেল টি নিয়ে অনেকই ভাবছে এর কাজ কি। এই চ্যানেল কে বলা হয় পানি মাপার চ্যানেল। অধিকাংশ চ্যানেলের সরু মাথায় সৌর লাইট থাকে। নৌযাহান চালকেরা রাতে নৌযাহান চলাচলের দিক নির্দেশনা নির্নয় করে। চ্যানেলে সংযুক্ত পানি কত সেন্টিমিটার উঠা নামা করছে সে জন্য জ্যামেতি আকার ইঞ্চি দেওয়া আছে। কত সেন্টিমিটার কত ইঞ্চির সন্নিকটে পানি আছে সেই হিসাবে সরকারী কর্মী হিসাব নিকাশ করে নোট করছে বলে জানা গেছে।
মন্তব্য করুন